Logo

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

Fazlul Haque
মঙ্গলবার, মার্চ ৮, ২০১৬
  • শেয়ার করুন

ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট : বার্ষিক বেতন বৃদ্ধির হার কমানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার শ্রমিকরা। সোমবার ইপিজেডের তিন নম্বর সেক্টরের ‘ইয়ং ইন্টারন্যাশনাল’ নামের কোরিয়ান কারখানায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী সুপার কাশেম বলেন, সকালে কারখানায় এসে ফটক বন্ধ দেখে উত্তেজিত হয়ে শ্রমিকরা সড়কে এসে অবস্থান নেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোয়া নয়টার দিকে ফটক খুলে শ্রমিকদের ভেতরে ঢুকতে দেয়া হয়।

শিল্প পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, বেপজা কার্যালয়ে মালিক, শ্রমিক, পুলিশ ও বেপজা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক শুরু হয়েছে।

বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) ১০ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রতিবাদে রবিবার বিক্ষোভ করেন শ্রমিকরা।