Logo

এলায়েন্স এর সকল শর্ত পুরণ করেছে ২৮ টি কারখানা, ৮৩ টির সাথে সম্পর্ক ছিন্ন

Fazlul Haque
শুক্রবার, জুলাই ১, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : জুন মাসের শেষের দিকে নতুন করে আরও ৩ টি কারখানাকে সাসপেন্ড করেছে আমেরিকা ভিত্তিক ক্রেতা জোট এলায়েন্স। প্রয়োজনীয় সংস্কার কাজ না করতে পারায় এই কারখানাগুলিকে এলায়েন্স সাসপেন্ড করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

alliance

এ নিয়ে শুধুমাত্র এলায়েন্স কর্তৃক সাসপেন্ডেড কারখানার সংখা দাঁড়ালো ৮৩ টি। সর্বশেষ সাসপেন্ডেড তিনটি কারখানার মধ্যে মিকা ফ্যাশন গাজীপুরে, শমশের এপারেল ঢাকায়, হেম্পেল রি মেনুফাকচারিং নামের কারখানাটি চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াজাত এলাকায় অবস্থিত।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এলায়েন্স এর নব-নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ারটি বলেন, “শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়”

তিনি আরও উল্লেখ করেন, এলায়েন্সভুক্ত বায়ারদের কাজ করতে হলে নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ সংস্কার কাজ করতে হবে, না হয় কারখানাগুলি এলায়েন্স সদস্য ক্রেতাদের পোশাক তৈরির অধিকার হারাবে।

অপরদিকে, এলায়েন্স এর পাঁচ বছর মেয়াদি চুক্তির অর্ধেক সময় ইতিমধ্যে শেষ হলেও মাত্র ২৮ টি কারখানা এলায়েন্স এর পরামর্শ অনুযায়ী সকল সংস্কার কাজ শেষ করেছে।