Logo

‘অ্যাকর্ড ও অ্যালায়েন্স এর পরিদর্শন কার্যক্রমে ৩৯টি পোশাক কারখানা বন্ধ’ – বিজিএমইএ

RMG Times
শনিবার, সেপ্টেম্বর ১০, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : অ্যাকর্ড ও অ্যালায়েন্স পরিদর্শন কার্যক্রমে ত্রুটি পাওয়ায় ৩৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে সংস্কারকাজের উন্নতি না হওয়ায় গত এক বছরে অ্যাকর্ড ও অ্যালায়েন্স দেড় শতাধিক কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

14305304_1747352318845808_2087761341426205694_o

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের কনফারেন্স রুমে আজ শনিবার এমন তথ্য জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পোশাকশিল্প খাতের শ্রম পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু, নাসির উদ্দিন ছাড়াও পরিচালকরা উপস্থিত ছিলেন।