Logo

চট্টগ্রামে তৈরি পোশাক কারখানা ব্যবস্থাপকদের প্রশিক্ষণ

RMG Times
বৃহস্পতিবার, মে ৪, ২০১৭
  • শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের ও জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের যৌথ উদ্যোগে সম্প্রতি চট্টগ্রামে তৈরি পোশাক কারখানায় কর্মরত মধ্যম পর্যায়ে ব্যবস্থাপকদের “সোশ্যাল কমপ্লায়েন্স নর্মস” বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আগ্রাবাদে বিকেএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএমইএ’র পরিচালক শহীদ উদ্দিন আহমেদ আজাদ।

এতে শহীদ উদ্দিন আহমেদ আজাদ বলেন, সম্প্রতি কিছু দুর্ঘটনার কারণে পোশাক শিল্প অভ্যন্তরীণ ও বাহ্যিক দিক থেকে নানাবিধ সংকটের সম্মূখীন হয়েছে। অনাকাক্সিক্ষত এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রেতারা বাংলাদেশের পোশাক কারখানার শ্রম পরিবেশ উন্নয়নের ওপর বিশেষভাবে গুরুত্বরোপ করেছেন।

তিনি আরও বলেন, কমপ্লায়েন্স এখন একটি চূড়ান্ত বাস্তবতা। এটিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কারখানা উৎপাদন প্রক্রিয়া সচল রাখা, কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বায়ার-সরকার-বিকেএমইএ কেউ উল্লেখিত বিষয়ে কারখানাগুলোকে কোন অনুকম্পা করছে না। তাই কারখানাগুলোকে প্রতিটি বিষয়ে সচেতন করার লক্ষ্যে

কারখানার মিড-লেভেল কর্মকর্তাদের প্রশিক্ষণ জরুরি।

তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান নিজ নিজ কারখানায় বাস্তবায়নে অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন, চিফ অব কমপ্লায়েন্স শরীফ হোসেন প্রমুখ।