Logo

উত্তরায় নতুন বিজিএমইএ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

RMG Times
বুধবার, এপ্রিল ৩, ২০১৯
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় পোশাক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) এর নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন তিনি।

এর মধ্য দিয়ে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের ওপর নির্মিত বিতর্কিত ভবন ছেড়ে গেল বিজিএমইএ।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা বেসরকারি খাতকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। প্রতিটি খাতই উন্মুক্ত করে দিয়েছি। যাতে আরও বেশি ব্যবসা বাণিজ্য হয়।

তিনি বলেন, ঢাকার জলাধার বন্ধ করার কারণে আগুন নেভাতে পানির অভাব দেখা দেয়। ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হোক, তা সরকার চায় না।

জানা গেছে, উত্তরার দুই টাওয়ার বিশিষ্ট ১৩ তলা ভবনটির কাজ দ্রুতগতিতে চলছে। এরই মধ্যে বেইসমেন্টসহ ভবনের পাঁচতলার কাজ সম্পন্ন হয়েছে। 

নতুন বিজিএমইএ ভবনে থাকছে- বড় আকারের অডিটরিয়াম, এক্সিবিশন সেন্টার, শোরুম। ভবনটির তিন দিক থেকে যাতায়াতের সুবিধা থাকছে।