Logo

৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণায় কৃতজ্ঞতা জানিয়েছে বিজিএমইএ

RMG Times
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২০
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও ‍কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী রপ্তানিমুখী শিল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণার প্রতিক্রিয়ায় বিজিএমইএ সভাপতি রুবান হক তাকে ধন্যবাদ জানান।

বিজিএমইএ’র ভেরিফাইড পেইজে রুবানা হক লিখেছেন- ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের শ্রমিক ও শিল্পের প্রতি আপনার অন্তহীন সহানুভূতির জন্য। কর্মীদের চিন্তায় আমরা নিদ্রাহীন রাত কাটিয়েছি। যখন রপ্তানি অর্ডার বাতিল ও অনিশ্চয়তার মুখোমুখি, এমন কঠিন সময়ে আমাদের এই সমর্থন দেওয়ার জন্য আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা। ধন্যবাদ, আরএমজির ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জের সময়ে আমাদের অনুরোধ শোনার জন্য। অভাবী ও সুবিধা বঞ্চিতসহ সকলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।’

প্রধানমন্ত্রী গতকাল তার ভাষণে বলেন, ‘করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের শিল্প উৎপাদন এবং রপ্তানি বাণিজ্যে আঘাত আসতে পারে। এই আঘাত মোকাবেলায় আমরা কিছু আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে।’

এর আগে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বেশ কিছু দাবি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি দেয় বিজিএমইএ। যেখানে পোশাক কারখানার ছয় মাসের মজুরি ও বোনাস, গ্যাস-বিদ্যুতের বিলসহ অন্যান্য সুদমুক্ত ঋণ মার্কিন ডলার বা সমপরিমাণ স্থানীয় মুদ্রায় প্রদান করা ও ঋণের অর্থ প্রথম ছয় মাসে প্রদান না করে পরবর্তী ৩০ মাসে সমান কিস্তিতে পরিশোধ করাসহ বেশ কিছু দাবি জানানো হয়েছিল।