Logo

করোনা রুখতে দৈনন্দিন বাজারের কর্মীদের পাশে ওয়াটো (WOATO)

RMG Times
বুধবার, এপ্রিল ১৫, ২০২০
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:  প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত বিশ্ব। বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব এখন প্রায় মহামারী আকার ধারণ করেছে। এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সবাই যখন বাসায় অবস্থান করছি তখন নিরলসভাবে কাজ করে চলেছে শহরের দৈনন্দিন বাজারের কর্মীরা। দেশব্যাপি যোগান দিচ্ছে কাচা বাজার নিত্য দৈনন্দিন খাদ্যসামগ্রীর। অথচ এসব কর্মীদের নেই করোনা মোকাবেলায় ন্যুনতম প্রস্তুতি। তারা জানেও না যে, তাদের মাধ্যমে শহরে ছড়িয়ে যেতে পারে প্রাণঘাতি এই ভাইরাস। সংক্রমণের ঝুঁকতেঁ থাকা এসব কর্মীদের নাই ব্যক্তিগত নিরাপত্তা পোশাক, নেই কোনোরূপ প্রশিক্ষণ। খালি হাতেই তাঁরা কাজ করছেন।

দৈনন্দিন বাজারে খেটে খাওয়া এসব মানুষদের জন্য এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ওয়ার্ক অলটুগেদার’ (WOATO)। ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী, প্রশিক্ষণ প্রদান আর দরিদ্র কর্মীদের জন্য খাদ্যসামগ্রী পৌছেঁ দেয়ার এক মহতী উদ্যোগ নিয়ে কাজ করছে সংগঠনটি।

সংগঠনটির মূখপাত্র ফরাসি ব্র্যান্ড অচান রিটেইল ইন্টারন্যশনাল এর দক্ষিণ এশিয়ার কমপ্লায়েন্স ম্যানেজার মি. সাইফুল মল্লিক আরএমজি টাইমসকে জানান, দেশের যেকোনো মানবিক বিপর্যয়ে স্বেচ্ছাসেবায় ব্রতি হয়ে কাজ করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে গঠন করা হয় ‘ওয়ার্ক অলটুগেদার’ (ওয়াটো)’ নামের এই সংগঠনটি। এই সংগঠনের ব্যানারে এটাই আমাদের প্রথম কাজ। করোনা মোকাবেলায় নানা পেশার মানুষদের জন্য কাজ করছে অনেক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা। কিন্তু আমরা উপলব্ধি করলাম যে, করোনার সংকটময় মুহুর্তে দৈনন্দিন বাজারে যেসব কর্মীরা কাজ করছে তারা উচ্চ সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। তাদের থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও রয়েছে অনেক বেশি। তাই আমরা এই সব খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, ‘ইতিমধ্যে আমরা কাওরানবাজারে কাঁচাবাজার এলাকায় ত্রিশ জন কর্মীর মাঝে মাস্ক, হ্যান্ড গ্লোভস, হেড কভার, সাবান, জীবানুনাশকসহ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছি। এসব কর্মীদের মাঝে করোনা মোকাবেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করেছি। ‘

‘এছাড়া ৭০ টি অসহায় পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ ও একটি সাবানসহ খাদ্যদ্রব্য বিতরণ করেছি। আমাদের এই কর্মসূচির আওতায় ঢাকা শহরের প্রতিটি কাঁচাবাজার এলাকার কর্মীদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি চলমান থাকবে।’

সংগঠনটির অন্যতম সমন্বয়ক ইনোভেটিভ টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং (আইটিই) এর ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার মি. অমি মজুমদার জানান, ‘করোনা রুখতে দৈনন্দিন বাজার এলাকার কর্মীদের স্বাস্থ্য সুরুক্ষায়…’ নামে আমরা একটি ফেসবুকে গ্রুপ খুলেছি। গ্রুপে আমাদের সকল কাজের আপডেট দেয়া হয়। এছাড়া এই গ্রুপের মাধ্যমে যে কেউ স্বেচ্ছাসেবা, পরামর্শ ও অর্থ সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারবেন।

তিনি জানান, ‘শুধু করোনা নয়, দেশের যেকোনো মানবিক বিপর্যয়, সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষায় কাজ করবে ওয়াটো।’