Logo

নারায়নগঞ্জে সুবিধা বঞ্চিত এতিম শিশুদের সম্মানে বিসিপিএস এর ইফতার

Fazlul Haque
শনিবার, জুন ২৫, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জে সুবিধা বঞ্চিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছে পোশাক শিল্পে কর্মরত ওয়েলফেয়ার ও কমপ্লায়েন্স অফিসারদের সংগঠন বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস) নামের একটি সামাজিক সংগঠন। শুক্রবার নারায়নগঞ্জের তিনটি এতিমখানায় একযোগে প্রায় তিন শতাধিক এতিমদের সম্মানে ইফতার আয়োজন করা হয়।

[metaslider id=2134]

সংগঠনের কার্যকরী নেতৃবৃন্দ ও সদস্যদের প্রত্যক্ষ উপস্থিতিতে শহরের মুসলিমনগর বায়তুল আমান সরকারী শিশু পরিবার, পুলিশ লাইন সংলগ্ন কিতাব নগর নুরানী হাফিজিয়া মাদরাসা ও এনায়েতপুরের শিষমহল এলাকায় অবস্থিত আজমতপুর ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদরাসায় একযোগে প্রায় তিনশত শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি নাঈম হোসাইন আরএমজি টাইমসকে জানান, সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সম্মানে ইফতার আয়োজন করতে সংগঠনের সকল সদস্যসহ শুভাকাঙ্খীরা আর্থিক সহযোগিতা ও শ্রম দিয়ে এগিয়ে এসেছেন। আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সাথে কিছুটা ভালো সময় কাটাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের এরকম নানামুখী সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

এসময় তিনি আরএমজি টাইমস এর সম্পাদক আব্দুল আলিম, গ্লোবাল গ্রুপ বাংলাদেশ এর প্রধান নির্বাহী আব্দুল মোতালেব ও ইউরোসার্ট এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ জামানের কাছ থেকে অর্থ সহযোগিতা প্রাপ্তির কথা ধন্যবাদের সাথে উল্লেখ করেন।

এতিমদের সঙ্গে ইফতার করতে এনায়েতপুরের শিষমহল এলাকায় অবস্থিত আজমতপুর ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদরাসায় উপস্থিত ছিলেন আরএমজি টাইমস সম্পাদক আব্দুল আলিম। এসময় তিনি, বিসিপিএস এর সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং সবসময় সংগঠনের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেন।

ইফতার আয়োজনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাসিম মিয়া, সদস্যপদ ও নিবন্ধন সম্পাদক আসমা আক্তার ইতি, অর্থ ও হিসাব সম্পাদক ফারহানা হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুর রহমান, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সম্পাদক দ্বীপ সাহা, গবেষণা ও উন্নয়ন সম্পাদক নিঝুম নিপাসহ নির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, পোশাক শিল্পে কর্মরত ওয়েলফেয়ার, কমপ্লায়েন্স ও মানবসম্পদ বিভাগে কর্মরত কর্মকর্তাদের নিয়ে গঠিত “বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনালস সোসাইটি” নামের সংগঠনটি এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।