Logo

রপ্তানী আয়ে নতুন রেকর্ড, ৮২ শতাংশই এসেছে পোশাক খাত থেকে

Fazlul Haque
বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরে রেকর্ড ৩ হাজার ৪২৪ কোটি ১৮ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানী করেছে বাংলাদেশ, যা দেশীয় মুদ্রায় ২ লাখ ৭৩ হাজার কোটি টাকার উপরে। দেশের ইতিহাসে কোন এক অর্থ বছরে এটিই সর্বোচ্চ রপ্তানী আয়। ২০১৪-১৫ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানী আয় ছিল তিন হাজার ১২০ কোটি টাকা। হাজারো প্রতিকুলতার মধ্যেও ২০১৫-১৬ রপ্তানীতে প্রবৃদ্ধি হয়েছে ৯.৭২ শতাংশ।

এবারও রপ্তানী আয়ে সবচেয়ে বেশি অবদান পোশাক খাতের। মোট রপ্তানীর ২ হাজার ৮০৯ কোটি ডলার অর্থাৎ ৮২ শতাংশই এসেছে এই পোশাক খাত থেকে। আর পোশাক খাতের প্রবৃদ্ধিই ১০ দশমিক ১৪ শতাংশ যা লক্ষ্য মাত্রার চেয়েও ২ দশমিক ৫৮ শতাংশ বেশি।

বাংলাদেশের পোশাক খাতে গত দুই বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করা। নতুন অর্থবছরের প্রথম দিনেই সন্ত্রাসীরা গুলশানে হলি আরটিজান রেস্টুরেন্ট এ হামলা করে পোশাক খাতের সাথে সম্পৃক্ত ৮ জন সহ ১৭ বিদেশিকে হত্যা করে চলতি অর্থবছরে শ্রমিক নিরাপত্তার সাথে অনেক বড় হয়ে যুক্ত হয়েছে বিদেশি ক্রেতা নিরাপত্তা নিশ্চিত করা।

২০২১ সালের ৫০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানী আয়ের লক্ষমাত্রা অর্জন করতে হলে আমাদের প্রতিবছরে রপ্তানী আয়ের প্রবৃদ্ধি ১২ শতাংশ প্রয়োজন যা সদ্য সমাপ্ত অর্থবছরের প্রবৃদ্ধি ১০ দশমিক ১৪ শতাংশ থেকে খুব বেশি দূরে নয়। পোশাক ক্রেতাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে মালিক, শ্রমিক ও সরকার এক হয়ে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করে গেলে ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন খুব বেশি দূরে নয় বলে বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করেন।