Logo

বেতন ও বোনাসের দাবিতে বিকেএমইএ’র সামনে শ্রমিকদের বিক্ষোভ

RMG Times
সোমবার, জুন ১৯, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিকেএমইএ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার দুপুরে সোনারগাঁর পিরোজপুরের ‘বিথী ফ্যাশন লিমিটেডের’ শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

কারখানার শ্রমিক সালেহা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, বিসিক শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, বিথী ফ্যাশন লিমিটেডের শ্রমিক নূরজাহান, চায়না, শহিদুজ্জামান, এনামুল।

আবু নাঈম খান বিপ্লব বলেন, বিথী ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের দুই মাসের বেতন পাওনা। মালিক ইতোমধ্যে কারখানাটি বন্ধও করে দিয়েছে। ফলে কারখানার দুই শতাধিক শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

শ্রমিকরা জেলা প্রশাসন, পুলিশ সুপার, কল-কারখানা পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ সব দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কেউ সঙ্কট সমাধানে এগিয়ে আসে নাই বলে অভিযোগ করেন তিনি।

ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ এবং বন্ধ কারখানা চালু করতে পদক্ষেপ নেওয়ার দাবি এ শ্রমিক নেতা।

এ ব্যাপারে বিথী ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিকেএমইএর সহ-সভাপতি(অর্থ) জিএম ফারুক জানান, “শুনেছি শ্রমিকরা সমাবেশ করেছে। কিন্তু বিথী ফ্যাশন লিমিটেড আমাদের সদস্য নয়।”