Logo

এজিএম’কে চাকরীতে ফেরাতে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা

RMG Times
বুধবার, জানুয়ারি ৩, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : শিল্পাঞ্চল আশুলিয়ায় অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকায় অবস্থিত নীট এশিয়া লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার মূল ফটকে এ বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছেন মালিকপক্ষ।

শ্রমিকরা জানায়, নীট এশিয়া লিমিটেড কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েকদিন আগে কারখানাটিতে মোঃ বাশার নামে একজন জিএম হিসেবে যোগ দেন এবং কারখানাটির এজিএম তারেককে চাকরিচ্যুত করে মালিক পক্ষ। এ ঘটনায় শ্রমিকরা এজিএম তারেককে ছাড়া কারখানায় কাজ করবে না বলে গত সোমবার কাজ বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করেন। এ ছাড়াও শ্রমিকরা অবিলম্বে নতুন জিএম বাশারকে প্রত্যাহারের দাবি জানিয়ে কারখানাটিতে ভাঙচুর চালায়।

এ দিকে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় গতকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানার সামনে এসে বন্ধের নোটিস দেখতে পান। এ সময় বেশকিছু শ্রমিক কারখানা বন্ধের ঘটনায় বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশের সদস্যরা তাদের সরিয়ে দিলে শ্রমিকরা বাড়ি চলে যায়।