Logo

মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে ‘সংশপ্তকের’ র‌্যালি ও মাইমশো প্রর্দশনী অনুষ্ঠিত

RMG Times
মঙ্গলবার, মে ১, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: মহান মে দিবস ২০১৮ উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তকের আয়োজনে আর্ন্তজাতিক সংস্থা একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “সাসটেইনেবল এন্ড রেসপনসিবল একশনস্ ফর মেকিং ইন্ডাস্ট্রিজ কেয়ার (শ্রমিক) প্রকল্পের আওতায় চট্টগ্রামে শ্রমিক বান্ধব বাজেট প্রনয়নের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এক বর্ণাঢ্য র‌্যালী ও মাইম শো অনুষ্ঠিত হয় ।

????????????????????????????????????

১ মে,২০১৮ সকাল ৯ ঘটিকায় র‌্যালিটি চট্টগ্রাম ডিসি হিল হতে শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয় ।

মহান মে দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ শ্রমিক মালিক ভাই ভাই , সোনার বাংলা গড়তে চাই” ।

এর পর শ্রম অধিদপ্তরের প্রোগ্রামে অংশগ্রহন করে । দুপুর ১২: ৩০ ঘটিকায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শ্রমিক বান্ধব বাজেট প্রনয়নের আহবান জানিয়ে এক মাইম শো প্রদর্শনী অনুষ্ঠিত হয় । যেখানে শ্রমিক বান্ধব বাজেট, শ্রম আইন অনুযায়ী মজুরী প্রদানের সময় নির্দিষ্ট করন, শ্রমিকদের নুন্যতম মজুরী বৃদ্ধি করার দাবী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি বন্ধ করা, শ্রমিকদের বাসা ভাড়া সহনীয় পর্যায়ে রাখা সহ শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা বাস্তবায়নের বিভিন্ন বিষয় মূকাভীনয় প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয় ।

প্রায় দুই শতাধিক শ্রমিক ও দর্শক এ কার্যক্রম প্রত্যক্ষ করেন । সংশপ্তকের শ্রমিক প্রকল্পের কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমানের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা জনাব শফি বাঙ্গালী ও জসিম উদ্দিন রানা ।

এতে আরো উপস্থিত ছিলেন সংশপ্তকের সমন্বয়কারী (অর্থ)অগ্রদূত দাশ গুপ্ত, ফিন্যান্স ম্যানেজার পলাশ চন্দ্র দাশ, লিড ট্রেইনার জয়নাব বেগম চৌধুরী মিতু ,প্রকল্পের ফাইন্যান্স অফিসার মোহাম্মদ সাইফুল আলম ,ক্যাফে সুপারভাইজর দিপ্তী রাণী সরকার ও ক্যাফে সাপোর্ট স্টাফ তানিয়া সুলতানা তানিয়া ও লিলি সাহা সহ সংশপ্তক কর্তৃক পরিচালিত তিনটি উইম্যান ক্যাফে তথা রৌফাবাদ (মাস্টার ক্যাফে) নারী মঞ্চ,কালুরঘাট নারী মঞ্চ ও সাগরিকা নারী মঞ্চের বিভিন্ন শ্রমিক প্রতিনিধিরা কার্যক্রমে অংশগ্রহন করেন ।